মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিম্পাং আম্পাতের সেন্ট্রাল আইল্যান্ড পার্ক থেকে বাংলাদেশি যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে স্থানীয় পুলিশ যুবকের মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে।
পেনাং রাজ্যের পুলিশ প্রধান দাতুক খাও কোক চিন বলেন, মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে বাংলাদেশি যুবককে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও বলেন, লাল টি–শার্ট এবং ডেনিম প্যান্ট পরিহিত অবস্থায় মরদেহটি পড়েছিল। এ সময় নিহতের শরীরে অনন্ত ১০টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে আসা মেডিকেল টিম যুবকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ফরেনসিক ইউনিট, ডিটেকশন ডগ ইউনিট এবং স্পেশাল ইনভেস্টিগেশন ডিভিশনের সঙ্গে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যরা এ ঘটনার তদন্ত করছে।
কোক চিন আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সেবারাং জয়া হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।