অবশেষে দ্বীপদেশ মালদ্বীপ থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। আগের চুক্তির আওতায় এই সেনা প্রত্যাহার কার্যক্রম চলছে।
মঙ্গলবার (১২ মার্চ) মালদ্বীপের সংবাদপত্র দ্য মিহারু এ খবর জানিয়েছে।
মিহারুর প্রতিবেদন মতে, এরই মধ্যে মালদ্বীপের সর্বদক্ষিণের এলাকা আদ্দুতে মোতায়েন ২৫ ভারতীয় সেনা ১০ মার্চ ভারতে নেওয়া হয়েছে, বাকিদেরও মার্চ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন: ফিলিস্তিনে মার্কিন সেনার নামে সড়ক
প্রসঙ্গত, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সম্মতির ভিত্তিতে দেশটিতে ৮৯ জন ভারতীয় সেনা মোতায়েন করেছিল ভারত। এই সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য ছিল ভারত মহাসাগরে চীনের তৎপরতার ওপর নজরদারি করা।
কিন্তু ভারতীয় সেনাদের উপস্থিতিকে মালদ্বীপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে জনমত গড়ে তোলেন দেশটির অন্যতম নেতা ও চীনপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ মুইজ্জু।
‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে গত বছরের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। এরপর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। সম্প্রতি মালে ও নয়াদিল্লির মধ্যে আলোচনায় ১০ মে মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ভারত।
এসএ/দীপ্ত সংবাদ