ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরতা চালানোয় ইসরায়েলিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
রবিবার (২ জুন) দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এডিশন.এমভি এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী আলী ইহুসান বলেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মন্ত্রীসভার এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনা হবে।
এই সিদ্ধান্তটি কার্যকরে মন্ত্রীসভার একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
প্রেসিডেন্ট মুইজ্জু ঘোষণা করেছেন, ফিলিস্তিনিদের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডাব্লিউএ) সাথে ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদের সহায়তা করার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে।
মুইজ্জু ‘ফালাস্থিনা একু ধিভেহিন‘ স্লোগানের অধীনে দেশব্যাপী একটি সমাবেশও পরিচালনা করবেন। যার অর্থ ‘ফিলিস্তিনের সাথে সংহতিতে মালদ্বীপবাসী‘
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় আট মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ।
এসএ/দীপ্ত সংবাদ