বঙ্গবন্ধু অ্যাভিনিউ–তে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে কার্যালয়ে যান পিটার হাস। এসময় কার্যালয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
এরপর ঘন্টাব্যাপী বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওবায়দুল কাদের বলেন, “সংলাপ, কেয়ারটেকার, কমিশন বিলুপ্তি বা সংসদ বিলুপ্তি সংক্রান্ত কোনো কথা হয়নি পিটারের সঙ্গে। আমরা বলেছি গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ দিনের রাজনৈতিক ফসল, গণতন্ত্রকে রক্ষা করাও দলটির দায়িত্ব।”
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের রায় নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে বলেন, “বিরোধী দল বলেই তারা বলেছে ফরমায়েশি রায়। যেহেতু বিরোধী দল তাই বিরোধী কথা বলাও তাদের দায়িত্ব। তাই বিএনপি এমন কথা বলেছে।”
অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, “যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে নয়, গণতন্ত্রকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র চায় এ দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক। তাই রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন কমিশনসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।“
ইমাম/দীপ্ত নিউজ