বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬

মার্কিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যা বললেন মাদুরো

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

কারাকাসে তার বাসভবনে এক অত্যাশ্চর্য অভিযানে মার্কিন বাহিনী তাকে ধরে নিয়ে যাওয়ার দুই দিন পর গতকাল সোমবার (০৫ জানুয়ারি) তাকে আদালতে হাজির কারা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

৬৩ বছর বয়সী মাদুরো ম্যানহাটনের একজন ফেডারেল বিচারককে বলেন, ‘আমি নির্দোষ। আমি দোষী নই।’

আদালতকক্ষে ঢোকার সময় হাসিমুখে, শার্ট ও ট্রাউজার পরা মাদুরো নরম স্বরে কথা বলছিলেন।

মাদুরো আদালতে দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় কথা বলেন। তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং গত ৩ জানুয়ারি শনিবার আমাকে অপহরণ করা হয়েছে, ‘ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে আমাকে আটক করা হয়েছে।’

তেলসমৃদ্ধ দেশটি তিনি ১২ বছরেরও বেশি সময় ধরে কঠোর হাতে শাসন করেছেন। বিচারক যখন তাকে শুধু নিজের নাম বলতেই নির্দেশ দেন, তখন তিনি নিজের পতনের কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন।

তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও একইভাবে অভিযোগ অস্বীকার করেন। বিচারক উভয়কেই কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছে। এর আগে গত শনিবার আমেরিকার বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়।

মাদুরোর সমর্থনে হাজার হাজার মানুষ কারাকাসের রাস্তায় মিছিল করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More