বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডা. শ্রীরাম নেনে জানান, আজ সকালে ৮টায় মুম্বাইয়ের বাসায় আমাদের প্রিয় মা (স্নেহলতা দীক্ষিত) মারা গেছেন। বিকেল ৩টায় ওরলি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তার।
গত বছর মায়ের ৯০ বছরের জন্মদিনে মাধুরী দীক্ষিত ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, আই। সবাই বলে মায়ের সেরা বন্ধু তাঁর মেয়ে। এর থেকে ঠিক কথা আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা শিখিয়েছ; তুমিই আমার সবচেয়ে বড় উপহার। তোমার সুস্বাস্থ্য কামনা করি।’
মাধুরী ও তার চার ভাই-বোনকে একা করে ছেঢ়ে গেছে না ফেরার দেশে।
যূথী/দীপ্ত সংবাদ