মানিকগঞ্জের সিঙ্গাইরে বাংলাদেশের বাউল সম্রাজ্ঞীখ্যাত সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী মায়ের মেলার আয়োজন করা হয়েছে।
রোববার(১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে এই মায়ের মেলার উদ্বোধন করেন মমতাজ বেগম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি প্রফেসর কুদ্দুসুর রহমান, এডভোকেট আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান, পৌর মেয়র আবু নঈম বাশার,জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়া সম্পাদক বিষয়ক সম্পাদক মারুফ হোসেনসহ জেলা–উপজেলা ও ইউনিয়ন আওয়াী লীগের ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
জানা গেছে , ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম (৭৫) মারা যান।
‘গর্বিনী মা’ সম্মাননাপ্রাপ্ত উজালা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মমতাজ বেগম মায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিদর্শন স্বরূপ দুই ব্যাপী ‘মায়ের মেলা’ নামে এক বিশেষ মেলার আয়োজন করা হয়।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ