অভিনেত্রী জয়া আহসান, যিনি ফ্যাশন এবং শৈলীর মাধ্যমে প্রায়শই ভক্তদের নজর কাড়েন। এবার তার ফেসবুক পেজে এমন কিছু ছবি পোস্ট করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের মন কেড়েছে। কারণ, এই ফটোশ্যুটে তিনি পরেছেন তার মায়ের বিয়ের ৪৫ বছর পুরোনো দুটি শাড়ি—একটি বিয়ের এবং অন্যটি বৌভাতের।
বুধবার (২২ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাড়ি পরিহিত বেশ কয়েকটি ছবি পোস্ট করেন জয়া। ছবিগুলোর সঙ্গে যুক্ত দীর্ঘ লেখায় তিনি শাড়ি দুটির প্রতি তার এবং তার বোনের গভীর ভালোবাসার কথা তুলে ধরেছেন।
অভিনেত্রী জানান, এই শাড়িগুলো তার বাবা কলকাতা থেকে কিনে এনেছিলেন। শাড়ি দুটিকে তিনি ‘সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা‘ হিসেবে বর্ণনা করেছেন, যা এখনও ‘নতুন বিবাহের গন্ধে ভরপুর‘।
শৈশবের স্মৃতিচারণ করে জয়া লেখেন, ‘এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরি বেলা থেকে আমরা দুই বোন কি কাড়াকাড়ি টাই না করেছি! বিবাদ হোক বা খুনসুটি যাই বলি না কেন, সেটা হতো কে কোনটা নেবে তাই নিয়ে!’
তিনি নীল শাড়িটি নিজের জন্য এবং টুকটুকে লাল শাড়িটি বোনের জন্য পছন্দ করতেন বলে জানান। তবে এই অমূল্য সম্পদের প্রতি দুই বোনের টান যে কতটা গভীর, তা তার লেখায় স্পষ্ট।
জয়া তার স্ট্যাটাসে মৌসুমী ভৌমিকের জনপ্রিয় গান ‘কিছু ফেলতে পারি না‘র মরমী লাইনটিকে টেনে এনেছেন। তিনি জানান, মায়ের পুরোনো শাড়ির প্রতি তার এক অদ্ভুত মায়া এবং স্নেহ কাজ করে। মায়ের বিয়ের শাড়ি থেকে শুরু করে তার জন্মের আগের শাড়িগুলো পর্যন্ত তিনি যত্নে আলমারিতে ন্যাপথলিনের রূপকথায় সংরক্ষণ করে রেখেছেন, যাকে তিনি নিজের ‘মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন‘ হিসেবে উল্লেখ করেছেন।