বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নলছিটি সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার (২৯ মার্চ ) বিকালে স্থানীয় প্রেসক্লাব সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন উপজেলার দপদপিয়া ইউনিয়নে রাজনৈতিক বিষয় নিয়ে দুটি গ্রুপের মধ্যে
মারামারি হয়। তারই জেরে একটি পক্ষ সাংবাদিক সাইফুলের নাম সহ গত ২৮মার্চ ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের নাম উল্লেখ করে আশিকুর একটি মামলা দায়ের করে। মামলায় সাংবাদিক সাইফুল ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক এনায়েত করিম, আবদুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মিলন কান্তি দাস,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মনু, , ঝালকাঠি প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক কেএম সবুজ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক সাইফুল ইসলামের নামে করা মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
আল/দীপ্ত