সারাদেশে মামলার জট কমাতে বিচারকের সংখ্যা বৃদ্ধি করতে নতুন বিচারক নিয়োগের চেষ্টা চলছে বলে জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার (২১ মার্চ) খুলনায় বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধনকালে এসব জানান তিনি।
এসময় প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীরা দূর দুরান্ত থেকে আসেন, অনেকসময় বিচার কাজে অনেক সময় লাগে। এই সময় তাদের একটু স্বস্তি দিতে ও বিশ্রামের জন্য এই বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ করা হচ্ছে।
বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ করতে ৫০ লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
মামলা জট নিরসনে কি পদক্ষেপ নেয়া হচ্ছে এমন প্রশ্নের উত্তরে প্রধান বিচারপতি বলেন, বিচারক সংকটের কারনে দেশে মামলার জট আছে। এই দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। আর বিচারক মাত্র ২হাজার।
অনুষ্ঠানে খুলনা জেলা ও দায়রা জজ মীর শফিউল আলম,মহানগর ও দায়রামাহমুদা আকতার, জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফিন, খুলনার বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, পুলিশ কমিশনার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এমি/দীপ্ত