কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন,গত কয়েক বছর যাবত মানুষ ভোট দিতে পারেনা শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয়।
শনিবার (১১ আগষ্ট) বেলা ৪ টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন,২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম আমি কক্ষনও মনে করিনা আমি এক মুহুর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। ড.কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম।
তিনি নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে বলেন,সকালে ব্যালট পেপার যাবে বলেছে নির্বাচন কমিশনার,রাতে ব্যালট পেপার যাবেনা সকালে না গেলেও রাত্রে গেলে যেমন সেখানে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে।
এসময় তিনি আরও বলেন,আগামী নির্বাচন সুষ্ঠ না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এসময় বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমূখ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ