নির্বাচন কমিশন (ইসি) দেশের জনগণের দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চনা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই ইসির অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
রবিবার (৫ জানুয়ারি) রাজধানী আগারগাঁওয় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা জানান।
তিনি বলেন, ‘মানুষের ভোটের অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত হওয়ার বিষয়টি আমাদের সবার জন্য লজ্জার। আমরা এই পরিস্থিতি বদলাতে চাই। একটি কার্যকর, অংশগ্রহণমূলক এবং সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন নিরলস কাজ করে যাচ্ছে।‘
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে যারা নির্বাচন পরিচালনায় জড়িত তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নির্বাচনী ব্যবস্থাপনায় পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন পরিচালনা সংশ্লিষ্টদের সর্বোচ্চ মানের প্রস্তুতি নিশ্চিত করতে চাই।‘
জনগণের ভোটাধিকার নিশ্চিত করা কেবল সাংবিধানিক দায়িত্বই নয়, এটি গণতন্ত্রের মূল ভিত্তি উল্লেখ করে সিইসি বলেন, ‘ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে আমরা জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে চাই। এজন্য সব রাজনৈতিক দল, অংশীজন ও সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।‘