বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ পরিচালনা করবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার।
তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা আমরা ধারণ করতে সক্ষম হয়েছি। আর বিএনপি এসব বিষয়ে মানুষের কাছে ওয়াদাবদ্ধ। নতুন বাংলাদেশে আমাদের পরিবর্তন আনতে হবে।’
আজ বুধবার বিকেলে জেলা শহর মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবের রহমান আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সকলের সম্মতিক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তাদের কাজ হলো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা।
তিনি বলেন, ফ্যাসিস্ট পলায়নের পর আগামির বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, নির্বাচিত বাংলাদেশ ও দেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার নিয়ে নতুন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে গড়তে হলে এ সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। জনগণ ভোট দিয়ে নিজেদের সরকার গঠন করতে চায়। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জনগণের কাছে জবাবদিহিতা করবে জনগণ তাদের ভোট দিয়ে সরকার গঠন করবে।
জেলা বিএনপি সদস্যসচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস–চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু, উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং শিল্পপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম।