মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রয়েছেন ২১ জন।
রবিবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সো. কাউছার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মো.কাউছার বিশ্বাস জানান, ২১ জন ভর্তি রোগীর মধ্যে ১৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। এখন পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরন করেনি। চলতি বছর এখন পর্যন্ত ১২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। জুলাই মাসে আক্রান্ত রোগীর সবচেয়ে হার বেশি।
চলতি বছরের জানুয়ারি মাসে ৪ জন, ফেব্রুয়ারি মাসে ৪ জন, মার্চ মাসে ২ জন, এপ্রিল মাসে ৩ জন, মে মাসে ১২ জন, জুন মাসে ৪৮ জন ও জুলাই মাসে এখন পর্যন্ত ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছেন৷
জাহিদুল হক চন্দন / আল/ দীপ্ত সংবাদ