মানিকগঞ্জে দুইটি অটো মিশুক চোরাই গাড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আসামীদের আদালতে তোলা হলে আদালত আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার (৮ মে) রাত ৮ টার দিকে কোর্ট ইন্সপেক্টর মো.কাইয়ুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রবিবার বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে একটি চোরাই তিন চাকার ব্যাটারিচালিত পুরাতন অটো মিশুকসহ আনছার আলীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে তমেজ আলীর বসত বাড়ির উঠানে ব্যাটারিচালিত পুরাতন আরও একটি অটো মিশুকসহ তমেজ আলীকে আটক করা হয়।
তারা চোরাই অটো মিশুক দুটি সোহরাব খান ও বারেকের নিকট থেকে ক্রয় করেছেন। পরে দুই আসামি ও জব্দকৃত আলামতসহ সিংগাইর উপজেলার পশ্চিম ভাকুম এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সোহরাব খান ও বারেককে গ্রেপ্তার করা হয়।
এ সময় আটককৃতরা জানায়, সাভার, হেমায়েতপুর, আশুলিয়া এলাকাসহ আশপাশের এলাকা হতে অজ্ঞাতনামা ৭–৮ জন আসামিদের সহযোগিতায় চোরাই অটো মিশুক সংগ্রহ করে ঢাকা ও মানিকগঞ্জ জেলার আশপাশের এলাকায় বিক্রয় করে।
তিনি আরো জানান, এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ