মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রেস কনফারেন্স করেছে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রেস কনফারেন্স এর লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে অথচ ১টি বিশ্ববিদ্যালয়ও কোন ভাষা শহীদের নামে নামকরণ করা হয়নি। যা খুবই লজ্জার এবং শহীদদের প্রতি অবমাননাকর। তাই ভাষা ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের নামে মানিকগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াছমিন, সাংগঠিক মো. নাজমুল হাসান, কৃষি ও সমবায় বিষয়ক মো. আজহারুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান শাহীন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো. সাকিবুল ইসলাম রিকসনসহ স্থানীয় গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাহিদ মালেকের মন্ত্রিত্ব না থাকায় হতাশ মানিকগঞ্জবাসী
চন্দন / আল / দীপ্ত সংবাদ