মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে বৈদ্যুতিক তারে জড়িয়ে আলতু মিয়া (৪৮) নামে এক ব্যক্তি মার গেছেন।
বুধবার (২০ আগস্ট) বিকাল ৪ টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাতিলাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলতু মিয়া পাতিলাপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ও ওয়াজ উদ্দিনের ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, আলতু মিয়া নিজ বাড়ির পাশের কৃষি জমি থেকে ধানের বোঝা মাথায় করে ফেরার পথে বাঁশঝাড়ের একটি বাঁশের সাথে ধানের বোঝা আটকে যায়। তিনি যখন মাথায় বোঝা রেখেই হাত দিয়ে বাঁশটি সরানোর চেষ্টা করেন, তখন সেটি উপরের দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে আসে। এতে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলতু মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।