সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

মানিকগঞ্জে নকল ও অবৈধ প্রসাধনী বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ মে) সন্ধ্যার দিকে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাটিগ্রাম বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাজারী ফ্যাশন ও রিয়ান ফ্যাশন নামের দুটি দোকানে নকল ও অবৈধ্য প্রসাধনী বিক্রির প্রমান পাওয়া যায়। পরে ওই দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে কাটিগ্রাম ও আটিগ্রাম বাজারের ব্যবসায়ীদের সর্তক করা হয় এবং ক্রেতা সাধারণকে পণ্যের বিষয়ে সচেতন করা হয়।

অভিযানে ব্যাটিলিয়ন আনসার, বাজার কমিটির সদস্য ও স্থানীয়রা সহযোগীতা করেন এবং এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More