মানিকগঞ্জে চলতি বছরের জানুয়ারি মাস থেকে আগষ্ট মাসের ২৮ তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিভিল কার্যালয়ের মেডিকেল অফিসার ডা:আল–আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৬৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে গতকাল সোমবার (২৯ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে দুই’শ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
এরমধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪৮ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, শিবালয় ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী ভর্তি রয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ করেননি বলেও জানান তিনি।
শায়লা/দীপ্ত নিউজ