মেহেরপুরের মুজিবনগরে সাইবুর রহমান নামের এক যুবককে লিবিয়ায় পাচারের অপরাধে এক মানব পাচারকারীকে যাবজ্জীবন কারদন্ড আদেশ দিয়েছে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালত। অনাদায়ে ১৪ লাখ টাকা জরিমানা সহ দুই বছরের সাজা দেন মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো: তহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এই রায় প্রদান করেন বিচারক মো: তহিদুল ইসলাম। এ সময় আসামী মাসুদ রানা পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামী মাসুদ রানা যশোর জেলার অভয়নগরের ধোপাদী নতুন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আকবর আলীর ছেলে সাইবুর রহমান কে সাত লাখ টাকার বিনিময়ে আসামী মাসুদ রানা লিবিয়ায় পাঠায়। সেখানে সাইবুর রহমান কে অবৈধ ভাবে পাঠিয়ে সাত লাখ টাকা মানব পাচারকারী মাসুদ রানার আত্মসাৎ করেন। লিবিয়ায় গিয়ে সাইবুর রহমান অসুস্থ্য হয়ে পড়েন। পরে তার মৃত্যু হলে সাইবুরের মরদেহ তার পরিবার দেশে আনতে ব্যর্থ হন। অবৈধ ভাবে সেই দেশে অবস্থানের জন্য আইনি জটিলতার কারণে সাইবুর কে সেখানে দাফন করা হয়। পরে সাইবুরের পিতা বাদী হয়ে মানব পাচারকারী মাসুদ রানাকে আসামী করে মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে আদালত অভিযুক্ত মানব পাচারকারী মাসুদ রানা কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এ সময় আদালতে রাষ্ট্র পক্ষের আইজীবি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড: একে এম আসাদুজ্জামান। আদালতে রায় প্রদানের সময় আসামী পালাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারীস পরোয়ানা জারি করা হয়।
জাকির হোসেনপূর্ণিমা/দীপ্ত নিউজ