মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী পর্যবেক্ষক প্রতিষ্ঠান এনডিআই ও আইআরই।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আয়োজিত বৈঠকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট–আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট–এনডিআই এর পক্ষে দু‘জন প্রতিনিধি ছিলেন।
যুক্তরাষ্ট্রের দুই নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পক্ষে আলোচনায় অংশ নেন ক্রিস্পিন কাহেরু (বিশ্লেষক), নেনাদ মারিনোভিক (বিশ্লেষক), ইভাইলো পেন্টচেভ (বিশ্লেষক), মরিয়ম তাবাতাদজে (বিশ্লেষক)।
আর জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজাসহ কমিশনের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গটি আলোচনায় ওঠেনি।
এসএ/দীপ্ত নিউজ