মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২৩ সালের বিশেষ আর্থিক অনুদানের আবেদন শুরু হয়েছে। প্রতিষ্ঠানগুলো অনুদান গ্রহন করেছে। আবেদনের এই বিজ্ঞপ্তিতে গুরত্বপূর্ণ নিয়ম ও নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র–ছত্রীরা সরকারী এই অনুদান পাবে। অনুদানের আবেদন সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
অনুদান আবেদন ফরম পূরনের নিয়ম:
১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক।
২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
অন্যান প্রয়োজনীয় তথ্য সমূহ হল, মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে। একটানা প্রতি বছর আর্থিক অনুদান পাবে না।
বিশেষ দ্রষ্টব্য – অন্যান্য বৃত্তি এর জন্য সংযুক্তি শুধুমাত্র যাদের জন্য প্রযোজ্য তাদেরকেই প্রদান করতে হবে।
যূথী/দীপ্ত সংবাদ