মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সকালে ইমাদ পরিবহনের একটি বাস গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। চালক পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে–মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।
জাজিরা ফায়ার স্টেশনের সাব অফিসার শেখ আবু হাসেম বলেন, আমরা এখানে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছি। বাকিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।