মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমান ওরফে খোঁড়া মিজানকে র্যাব গ্রেপ্তার করেছে। বুধবার ( ৩ মে ) রাতে তাকে নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান(৪০) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের এহছান আলীর ছেলে।
খুলনা র্যাব–৬ এর সাতক্ষীরা অফিসের সহকারি পুলিশ সুপার মেজর জেএম গ্যালিব জানান, ২০১৩ সালের আগষ্ট মাসে মিজানুর রহমান বিপুল পরিমান ফেনসিডিলসহ খুলনার খলিশখালি এলাকা থেকে গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পেয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় দায়েরকৃত মামলায় খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
বুধবার রাত ১২টার দিকে তাকে নড়াইল জেলার কালিয়া থানাধীন চাঁচুড়ি গ্রামের এক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে নড়াইলে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আল/দীপ্ত সংবাদ