মাদক কেনা–বেচাকে কেন্দ্র করে হত্যার শিকার হন যশোরের বেনাপোলের ইজিবাইক চালক সজীব গাজী (১৯)।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।
আটককৃতরা হলো : শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লিটন আলীর ছেলে শামিম হোসেন (২০), বড়আঁচড়া গ্রামের সওদাগার আলির ছেলে আশরাফুল আলম (১৯), মাঠপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে আজম হোসেন (২০) এবং রাড়িপুকুর এলাকার রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর কবির (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা এলাকার খড়িডাঙ্গা রাস্তার পাশের ধান ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় সজীবের লাশ উদ্ধার করে পুলিশ। ডিবি’র একটি টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে বেনাপোল বল ফিল্ড এলাকা থেকে হত্যার সাথে সরাসরি জড়িত শামীম ও রাব্বিকে আটক এবং তাদের কাছ থেকে হত্যা কাজে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শামীম ও রাব্বির স্বীকারোক্তিতে শার্শা বাগআচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে নিহত সজীবের ইজিবাইকটি উদ্ধার করা হয় ও ইজিবাইক বিক্রিতে সহযোগীতার সাথে জড়িত থাকার অভিযোগে আজম ও জাহাঙ্গীর কবিরকে আটক করা হয়।
আটককৃতরা হত্যার দায় স্বীকার করেছে বলেও জানান তিনি।
এসএ/দীপ্ত নিউজ