বয়স ২৬ বছর। এই বয়সে আমাদের দেশে পড়ালেখা শেষ করে চাকরির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন বেশিরভাগ তরুণ-তরুণী। তবে রোমানিয়া পৌরমোখতারি একেবারেই আলাদা। এই বয়সেই পেয়েছেন মন্ত্রীর দায়িত্ব।
দেশটির জোট সরকার সম্প্রতি তাকে জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। খবর গ্লোবাল টাইমসের।সুইডেনের নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন গত মঙ্গলবার (১৮ অক্টোবর) তার মন্ত্রিসভা ঘোষণা করেন। মন্ত্রীদের ২৪ জনের মধ্যে ১১ জনই নারী। নাম ঘোষণার পর পরই মন্ত্রীর দায়িত্ব নেন রোমিনা। দেশটির লিবারেল পিপলস পার্টির রাজনীতিক রোমিনা পৌরমোখতারি। তিনি দলটির যুব শাখার প্রধানের দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক ক্যারিয়ারে এর আগে পরিবেশ সংক্রান্ত কোনো দায়িত্ব সামলাননি তিনি।
অতীতে তিনি ক্রিস্টার্সনের কড়া সমর্থক ছিলেন।স্টকহোমের একটি ইরানি পরিবারে জন্ম রোমানিয়ার। এর আগে সুইডেনের সর্বকনিষ্ঠ মন্ত্রীর বয়স ছিল ২৭ বছর। তার রেকর্ড ভেঙে দিলেন রোমানিয়া।