একটি ব্রাইডাল মেকআপ সম্পন্ন করতে চার থেকে পাঁচ ঘন্টা লাগে। কিন্তু ভারতীয় কাশ্মিরের বাসিন্দা ইউনিস আহমেদ শেখ এ ক্ষেত্রে ভিন্ন। মাত্র আট মিনিট ৫৮ সেকেন্ডে ব্রাইডাল মেকআপ করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
মাত্র নয় মিনিটের মধ্যে ব্রাইডাল মেক–ওভার করে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস‘ এ নাম লিখিয়েছেন ভারতীয় কাশ্মিরের এক যুবক। তার নাম ইউনিস আহমেদ শেখ। তিনি ভূস্বর্গের প্রথম পুরুষ মেক–আপ শিল্পী।
বুদগাম জেলার এই বাসিন্দার বয়স ২৪ বছর। অল্প বয়সে মারা যান মা। বাবার কষ্টের সংসার। অনেক চেষ্টায় একটি সেলুন খুলেন ইউনিস। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। মেক–আপ শিল্পী হিসেবে চারদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে।
মেক–আপ আর্টিস্ট ইউনিস আহমেদ শেখ বলেন, ‘আমরা যদি দৃঢ়সংকল্পবদ্ধ থাকি, তবেই জীবনে এগিয়ে যেতে পারব। তখন হতে পারি অন্যদের অনুপ্রেরণা। একটি ছোট বিনিয়োগ থেকে, আজ আমি এ পর্যায়ে এসেছি।’
ইউনিসের সুনাম ছড়িয়ে পড়ায়, তার সেলুলে ভিড় লেগেই থাকছে।
কনে উলফাত জান বলেন, ‘আমি বিয়ে করছি। তাই এখানে মেক–আপের জন্য এসেছি। ইউনিস খুব প্রতিভাবান। তার কাজও দারুন।’
ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের তথ্য অনুযায়ী, ইউনিসের আগে সবচেয়ে কম সময়ে ব্রাইডাল মেকআপ হয়েছিল ১৩ মিনিটে।
আফ/দীপ্ত নিউজ