চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের দ্যুতি ছড়াতে, মঙ্গলবার (৯ জানুয়ারি) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করেন এই অলরাউন্ডার।
নির্বাচন শেষে সংবাদ মাধ্যমে প্রথমবার নিজের অনুভূতি প্রকাশ করে সাকিব জানান, এখন খেলার দিকেই বেশি মনোযোগ তার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততা শেষে, সাকিব ব্যক্তিগতভাবে প্রথম অনুশীলন করেন সোমবার (৮ জানুয়ারি)। এবারের বিপিএলে ফ্রাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের হয়ে অনুশীলনে যোগ দিলেন মঙ্গলবার (৯ জানুয়ারি) ।
অনুশীলনের পুরোটা সময় ব্যাট হাতে নিজেকে শানিয়ে নেন। চোট ও নির্বাচনী ব্যস্ততায় আড়াইমাস ধরে মাঠের বাইরে থাকা সাকিব, ফিটনেসের দিকেও একটু বেশি মনোযোগী।
২০১৮‘র আসরে চ্যাম্পিয়ন রাইডার্স এবারও চায় শিরোপা পুনরুদ্ধার। সাকিবের ইচ্ছা, নতুন পরিচয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার।
উল্লেখ্য, ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট, বিপিএলের দশম আসর শুরু আগামী ১৯ জানুয়ারি।
এসএ/দীপ্ত নিউজ