এক যুগ পর রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় গণসমাবেশের শুরু হয়েছে।
বুধবার (২ আগস্ট) দুপুর ১২টায় সমাবেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যমে সমাবেশ শুরু হয়েছে।
জননেত্রী বধুমাতা প্রধানমন্ত্রীর মহাসমাবেশের আসার ক্ষনে কার্যক্রম শুরু। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে।
রংপুর বিভাগের আটজেলা থেকে আসা নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখতে শুরু করেন। রংপুর জেলা ও মহানগর আাওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রংপুরে ইতোমধ্যে নগর জুড়ে সাজ রব। সকাল ৬ টা থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা–উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন। যতই বেড়ে বাড়তে থাকে ততই জিলা স্কুল মাঠ তথা রংপুর নগরীর আশপাশে খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে উঠে।
আজকের রংপুরে জিলা স্কুল মাঠে মহাসমাবেশ শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠে মাঠ। মাঠের ভেতরের পাশাপাশি রংপুর নগরীর বিভিন্ন সড়কে হাজারো নেতাকর্মী অবস্থান নিয়েছেন। মহাসমাবেশ ঘিরে তৈরি হয়েছে জনস্রোত স্লোগানে মুখরিত পুরো রংপুর। নানা ধরনের পোশাক আর বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করছেন তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব–১ ইসমাত মাহমুদার স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী দুপুরে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রংপুরে আসবেন। এবং তিনি বেলা ২টায় রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করবে। সেখান থেকে তিনি রংপুর সার্কিট হাউসে আসবেন।
প্রধানমন্ত্রী দুপুর সোয়া ২টায় সার্কিট হাউসে পৌঁছে তিনি সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে গুরুত্বপুর্ণ বিষয়ে মতবিনিময় সভা করবেন। পরে তিনি দুপুর ৩টায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেবেন। বিকেল ৫টা ২০ মিনিটে মহাসমাবেশে ভাষণ শেষে তিনি আবারো ক্যান্টনমেন্ট হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেবেন। পরে সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
শায়লা/ দীপ্ত নিউজ