আমার একটা বিশ্বাস ফুটবল এখন গণজাগরণ শুরু হয়েছে। আপনারা জানেন বিভিন্ন বিষয়ে এখন দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করবো। আমাদের প্রথম প্রেম ফুটবল, এই ফুটবলের প্রেমটা আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই, আমরা সবাই আবার মাঠে আসতে চাই বলে মন্তব্য করেছেন জামালপুরে ব্যারিষ্টার সায়েদুল হক সুমন এমপি।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী বনাম জামালপুর পৌরসভা ফুটবল একাদশ।
ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমীর খেলা মাঠে বসে খুব কাছে থেকে প্রিয় খেলোয়াড়দের খেলা দেখতে দূর দূরান্তের দর্শক’রা দুপুর থেকে মাঠে আসতে শুরু করেন। খেলা শুরুর পূর্বেই স্টেডিয়ামের দর্শক গ্যালারী কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
আরও পড়ুন: ব্যারিস্টার সুমনের বক্তব্য শুধরে দিলেন প্রধানমন্ত্রী
এ সময় খেলার মাঠসহ স্টেডিয়ামের ছাদেও দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। খেলার প্রথমার্ধ্বে জামালপুর পৌরসভা একাদশের কাছে ১ গোলে পিছিয়ে থাকে সিলেটের ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী। তবে খেলার দ্বিতীয়ার্ধ্বে ১০ নাম্বার জার্সিতে মাঠে নামেন সুমন, তিনি খেলার সমতা আনতে মরিয়া হয়ে আক্রমণ করেন। খেলার শেষ চার মিনিট থাকতে ব্যারিষ্টার সুমন ডি বক্স থেকে নান্দনিক উড়ন্ত শটে গোল করে ১–১ গোলে দলকে সমতায় ফেরান।
এ সময় সুমনের গোলে গ্যালারীর দর্শক’রা আনন্দ উল্লাস করে অভিনন্দন জানান ।
হীরা/ আল / দীপ্ত সংবাদ