গাজীপুরে কালিয়াকৈরের রতনপুর নলীপাড়া এলাকায় মাটির দেয়াল ধসে স্বামী স্ত্রী মারা গেছেন। আর কোনাবাড়িতে মারা গেছে এক শিশু ।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর নলীপাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে ইমারত আলী (৬৫)ও তার স্ত্রী আছিয়া বেগম (৬০)।
স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্র জানা যায়, দুইদিনের ভারি বৃষ্টিপাত কারনে মাটির দেয়াল নরম হয়ে যাওয়ার মধ্যরাতের কোন সময় ঐ ঘরের মাটির দেয়াল চাঁপা পড়ে স্বামী–স্ত্রী দুইজনেই । এতে ঘটনাস্থলেই মারা যান তারা । ভোর পাঁচটার দিকে বাড়ির অন্যান্য সদস্যরা খোঁজ পেয়ে মাটির দেয়াল এর ধংস স্তুপ নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনরা।
এদিকে, গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাইমাইল উত্তরপাড়া এলাকায় হাফেজ মোল্লার বাড়িতে দেয়ালচাপায় আহত হয় ফরিদুল ইসলাম নামে ৮ বছর বয়সের শিশু। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে শুক্রবার (৬ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয় ।
মৌচাক পুলিশ ফাড়ি উপ–পরিদর্শক শাহ আলম জানান, নিহতের মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হচ্ছে ।
জাহাঙ্গীর আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ