মালয়েশিয়ায় দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১০ জন নৌ ফ্লাইট ক্রু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলেই ক্রু সদস্যদের মৃত্যু নিশ্চিত করা হয়। শনাক্তের জন্য মরদেহগুলো লুমুত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, হেলিকপ্টার দুটির একটিতে (HOM M503-3) সাতজন আরোহী ছিলেন যা মাটিতে পড়ে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটিতে (ফেনেক এম502-6) তিনজন আরোহী ছিলেন যা কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, কয়েকটি হেলিকপ্টার একটি স্টেডিয়ামের উপরে উড়ছে। এসময় একটি হেলিকপ্টারের সাথে আরেকটির আঘাত ধাক্কা লাগলে উভয়েই নিচে পড়ে যায়।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনাকে একটি ‘হৃদয় বিদারক ট্র্যাজেডি‘ বলে বর্ণনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে এর সুষ্ঠু তদন্ত হবে।
উল্লেখ্য, আগামী শনিবার রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর ৯০তম বার্ষিকী উদযাপনের জন্য কুচকাওয়াজের মহড়া চলছিল।
এসএ/দীপ্ত সংবাদ