মাঘের শীতে কাবু পঞ্চগড়ের জনজীবন। কমছে সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রার ব্যবধান। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। দিনভর দেখা মেলেনি সূর্যের।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বানিন্ম তাপমাত্রা ১২.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল সকাল ৯ টায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রার ব্যবধান যত কম হবে শীতের তীব্রতা তত বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কনকনে ঠান্ডায় বিপযস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। প্রবাহিত হচ্ছে হীম শীতল ঠান্ডা বাতাস। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবি ও নিন্ম আয়ের মানুষ। হাসাতালগুলাতে বেড়েছে শীতজনিত রােগীর সংখ্যা।
বিপ্লব/আল