কিছু সময়ের জন্য মাগুরা থেকে ঘুরে গেলেন বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।
জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে মাগুরায় আসেন সাকিব আল হাসান। দুপুরে হেলিকপ্টারে করে মাগুরা পুলিশ লাইন মাঠে অবতরণ করেন এই তিন ক্রিকেটার। সেখান থেকে কড়া পুলিশী নিরাপত্তায় মাগুরা রেজিস্ট্রি অফিসে তার নামে পূর্বে ক্রয়কৃত শহরের ভায়না স্কুল সংলগ্ন ৮ শতাংশ জমি দুই ব্যক্তির কাছে সাড়ে ৬৭ লক্ষ টাকায় বিক্রয় কার্যক্রম সম্পন্ন করেন।
কাজ সেরে সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়স্থ সাহাপাড়ার তার নিজ বাড়িতে কিছু সময় অবস্থান করেন। সেখান থেকে পুনরায় হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশ্যে মাগুরা ত্যাগ করেন এই তিন ক্রিকেটার। এর আগে রেজিস্ট্রি অফিস ও তার বাড়িতে তাদেরকে দেখার জন্য ভক্তরা ভিড় করেন। তবে রেজিস্ট্রি অফিস ও তার বাড়ি উভয় জায়গাতে গণমাধ্যমকর্মীদের কোন প্রশ্নের তেমন একটা জবাব দেননি এই ক্রিকেটাররা।
গণমাধ্যমকর্মীরা বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সাকিব আল হাসান বলেন, ‘আরে না এখন প্রশ্নের দিন শেষ। এখন আর কেউ প্রশ্ন করে না।’ এ সময় মাগুরার ক্রিকেট কেন আগাচ্ছে না এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, ‘আপনারা যেভাবে মতামত দিবেন সেভাবে কাজ করব।’
আল/দীপ্ত