চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামীকাল (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ–উল–ফিতর। এ উপলক্ষে মাগুরায় ৪৬৪ টি ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
ঈদে সকাল ৮ টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পৌর মেয়র সহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া সদর উপজেলায় ২২৭, মোহাম্মদপুরে ১১২, শ্রীপুরে ৮২ ও শালিখা উপজেলায় ৪২ টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উপ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান।
তবে বৃষ্টি বা ঝড় হওয়ার আশঙ্কা থাকায় অধিকাংশ স্থানেই স্থানীয় মসজিদ গুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঈদ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ শুক্রবার (২১ এপ্রিল) সকালে শতাধিক প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এমি/দীপ্ত