মাগুরায় ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার ( ৮ অক্টোবর) সকাল দশটায় সিভিল সার্জন কার্যালয় মাগুরায়রা আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড: মোঃ শামীম কবির, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ তোফাজ্জল হোসেন।
সিভিল সার্জন ড: মোঃ শামীম কবির জানান, জেলার ৪ উপজেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সপ্তাহ ব্যাপি দুই লাখ ৪১ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে। কর্মসূচির সফল করতে জেলা চার উপজেলায় ১৫৫৭ টি কেন্দ্রে পাচঁ থেকে ১৪ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এ লক্ষ্যে ১৫৫৮ জন স্বাস্থ্যকর্মী ও তিন হাজার ১১৬ জন স্বাস্থ্য সেবক সেবা প্রদান করবেন।
মোঃ কাশেমুর রহমান/শায়লা/দীপ্ত নিউজ