মাগুরা–যশোর সড়কের যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিন চালিত নাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সজিব শেখ (২০) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১জন। মঙ্গলবার (২১ মার্চ) সকালে মাগুরা সদর উপজেলার মঘির ঢাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সবিজ শেখ শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে। তিনি স্যলো ইঞ্জিন চালিত নাটা গাড়ীর হেলপার ছিলেন।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সকাল ৯ টার দিকে মাগুরা–যশোর সড়কের মঘির ঢাল নামক স্থানে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীতমুখী স্যালো ইঞ্জিন চালিত ইট বোঝাই নাটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নাটা গাড়ির হেলপার সবিজ শেখ নিহত হয়।
তিনি আরও বলেন, আহত হয় বাসযাত্রী ও নাটা গাড়ির শ্রমিকসহ ১১জন। আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজন অবস্থায় নাটা গাড়ির চালক সাইফুল ইসলামসহ দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও নাটা গাড়ী আটক করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আফ/দীপ্ত সংবাদ