মাগুরার মহম্মদপুর উপজেলায় কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে বাবুখালী ইউনিয়নের বাবুখালী আদর্শ কলেজে এ ঘটনা ঘটে।
কলেজের নৈশপ্রহরী আব্দুর রউফ বলেন, রাত ১টার দিকে শব্দ শুনতে পেয়ে বাহিরে এলে শহীদ মিনারের কাছে আবুল মৃধা ও মিজানুর মৃধাসহ সাত থেকে আটজনকে দেখতে পান। তারা তাকে সরে যাওয়ার হুমকি দিলে আব্দুর রউফ ভয় পেয়ে কলেজের ভিতরে চলে যায়। কিছু সময় পর এসে দেখে পুরাতন শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে ও নতুন নির্মাণাধীন শহীদ মিনারের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে।
বাবুখালী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ সরকার বলেন, রাতে নৈশপ্রহরী আমাকে ফোন দিয়েছিল কিন্তু ফোন ধরতে পারিনি। সকালে কলেজে এসে দেখি শহীদ মিনার ভাঙ্গা অবস্থায় আছে। শহীদ মিনার ভাঙ্গা দেখে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
মহম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ইতিমধ্যে বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজের জায়গায় লিজ নিয়ে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মিজানুর মৃধার ঝামেলা চলছে।
ওসি আরও বলেন, সম্প্রতি দ্রুত বিচার আইনে কলেজ কর্তৃপক্ষের নামে একটি মামলা করেছেন মিজানুর মৃধা। এই ঘটনার সঙ্গে মিজানুর মৃধাসহ অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
শ্রাবণ/এসএ/দীপ্ত নিউজ