মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টিনের ঘরের সঙ্গে ধাক্কা লেগে মো. নাঈম (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলা আড়পাড়া ইউনিয়নের ঝুনারি পশ্চিম পাড়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। মো. নাঈম আড়পাড়া ইউনিয়নের ঝুনারি গ্রামের প্রবাসী সজল মোল্লার একমাত্র ছেলে।
এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। তাদেরকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
শালিখা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল যোগে নাঈম ও তার ভাই বাড়ি ফিরছিলেন। ঝুনারি পশ্চিম পাড়া মহিলা মাদ্রাসা এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিনের ঘরের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় অপর প্রান্ত থেকে আসা আরও একটি মোটরসাইকেল তাদের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় মো. নাঈমকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ২ যুবককে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
শালিখা থানার এসআই মো. রেজাউল কবির বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
শ্রাবণ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ