মাগুরায় ডিপ্লোমা ইন্টার্ন নার্স মিডওয়াইফ শিক্ষার্থীরা ভাতা প্রদান দাবিতে কর্মবিরতি পালন করেছে।
রবিবার (১ অক্টোবর) সকাল ১১টায় মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করে ইন্টার্ন নার্সরা।
বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সের এসোসিয়েশন জেলা শাখার সভাপতি তাহাজুল সজিব এর সভাপতিত্বে ডিপ্লোমা ইন্টার্ন নার্স শিক্ষার্থীরা বলেন, সরকারি ভাবে বলা আছে ডিপ্লোমা ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা প্রদানের কথা। ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে ইন্টার্ন শিক্ষার্থীরা ঠিক মত শিক্ষাগ্রহণ করতে পারছে না। দেশের বিভিন্ন জেলা থেকে ডিপ্লোমা ইন্টার্ন নার্স মাগুরায় ২৫০শয্যা হাসপাতালে ইন্টার্ন করছে। সেখানে তাদের বাসা ভাড়াসহ নানা বিধি খরচ মেটাতে হিমসিম খাচ্ছেন এ সব শিক্ষার্থীরা। ইন্টার্ন ভাতা প্রদান না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন জানান এসব শিক্ষার্থীরা।
মোঃ কাশেমুর রহমান মাগুরা/শায়লা/দীপ্ত নিউজ