রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

মাগুরায় বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

মাগুরায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগি ও প্রতিষ্ঠানের মধ্যে ১ কোটি ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে ৬ টি জটিল রোগে আক্রান্ত ২১২ জন রোগির মাঝে ১ কোটি ৬ লাখ ও ৩৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয় । জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এ অনুদানের চেক তুলে দেন মাগুরা১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ। শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আলম।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২১২ জন রোগির মাঝে ১ কোটি ৬ লাখ ও ৩৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

 

কাশেমুর শ্রাবণ / আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More