জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) মাগুরা জেলা শাখার সদস্য সচিব ফেরদৌস রেজাকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে মাগুরা জেলা বিএনপি মিডিয়া সেল নামের একটি অনলাইন প্লাটফর্ম পরিচালনা করত।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তাকে দুপুরে আদালতে পাঠালে বিজ্ঞ সদর আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীর তার জামিন না মঞ্জুর করে কারাগারের পাঠানোর নিদের্শ দেন। তার বাড়ি শহরের কাউন্সিল পাড়ায়।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের বিরুদ্ধে আয়োজিত বিএনপির একটি মশাল মিছিল চলাকালে রাস্তায় অগ্নিসংযোগের সময় মাগুরা সদরের ইছাখাদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান,তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে বেশ কিছু নাশকতা ও সরকার বিরোধি নানা কার্যক্রমে গোপন তথ্য ও ভিডিও কনন্টেট পাওয়া গেছে। এছাড়া সে নিজে দেওয়া একাধিক ভিডিও বক্তব্যে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি ও জনমনে বিভ্রন্তি ছড়ানোর তথ্য প্রমান পাওয়া গেছে।
মাগুরা বিএনপি তথ্য সেল নামের একটি অনলাইন গ্রুপ তৈরি করে সে দীর্ঘ দিন যাবত রাষ্ট্রবিরোধী নানা কার্যক্রম চালিয়ে আসছিল। এই গ্রুপের সাথে বিএনপি,জামায়তসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এমনকি সরকার বিরোধী সাংবাদিকের সংযুক্তি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে। পাশাপাশি তার গ্রুপের সাথে সংযুক্ত বিষয়ে তথ্য প্রমান সংগ্রহ করছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেরদৌস রেজা মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া বিভিন্ন অনলাইন পোর্টাল খুলে নানা মানুষের বিরুদ্ধে অপ্রচার চালিয়ে অবৈধ্য অর্থ উপজনের চেষ্টা করত।
তার বাবা আব্দুল হক, ক্ষুব্দ হয়ে তিন বছর আগে তার বিরুদ্ধে সদর থানায় একটি জিডি করেন। এছাড়া অনলাইনে সম্মান হানির অভিযোগে অপর এক ব্যাক্তি সদর থানায় আরো একটি জিডি করেছে।
কাশেমুর রহমান/মোরশেদ/দীপ্ত নিউজ