মাগুরায় পথচারী রোজাদারদের জন্য ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নামের একটি সংগঠন। রোজার শুরুর দিকে মাগুরায় প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করছে তারা।
এই ইফতার বিতরণ ধীরে ধীরে ৭০ থেকে ৮০ জনের মধ্যে করা হবে বলে জানিয়েছেন বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা। শহরের বিভিন্ন স্থানে প্যাকেটজাত ইফতার সাজিয়ে পথচারী, ইজিবাইক চালক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তারা এই ইফতার বিতরণ করছেন।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বাসায় রান্না করা খিচুড়ি, ডিম ও খেজুর। তাদের এই ইফতার বিতরণে সার্বিক সহযোগিতা করছে অপরাজিতা ফুড হাউস।
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সংগঠনের সদস্য কাজী আশিকুজ্জামান বলেন, তিন বছর হল আমরা এই ইফতার বিতরণ করেছি। আমরা গত বছর ১৯৮১ প্যাকেট খাবার বিতরণ করেছি। আগামীতে ইফতারের প্যাকেটের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
এমি/দীপ্ত