মাগুরা ষ্টেডিয়াম পাড়ায় চারতলা বিশিষ্ট ‘দিহানবাস‘ ফ্ল্যাটে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১ থেকে সাড়ে বারোটার মধ্যে চুরি সংগঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘দিহানবাস‘ ফ্ল্যাটের দ্বিতীয় তলার দুইটি ফ্লাটে এ চুরি সংঘটিত হয়। ফ্লাটের ভাড়াটিয়া মোঃ ওবায়দুল ইসলামের প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, একটি মোবাইল ও নগদ এক লক্ষ টাকা চুরি হয়। এছাড়া পাশের ফ্লাটের রিয়াজুল ইসলামের একটি ল্যাপটপ ও প্রায় এক ভরি স্বর্ণালংকার চুরি করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করছি: গণশিক্ষা প্রতিমন্ত্রী
মাগুরা সদর থানার এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চুরির খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসআই হাফিজুর রহমান বলেন, আলামত সংগ্রহ করা হচ্ছে। চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, তিন বছর আগে একই ফ্লাটে চুরির ঘটনা ঘটেছিল। সে ঘটনায় প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার মালামাল চুরি হয় বলে জানা যায়।
শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ