মাগুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে পালিত হয়। শুক্রবার (১০ মার্চ) এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরে র্যালি বের হয়।
র্যালিটি শহর ঘুরে জেলা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। সেখানে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় জেলা ফায়ার সার্ভিস, জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আব্দুল কাদের। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল হাসান, জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাজ্জাদ ইসলাম।
এমি/দীপ্ত