মাগুরায় চারতলা ভবনের নির্মাণ কাজ করার সময় সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে মো. আবু সালেহ ফয়সাল নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা পিটিআই পরীক্ষণ বিদ্যালয় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ (২৩) পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার আকনবাড়ি উত্তর বালিপাড়া এলাকার সরোয়ার হোসেনের ছেলে।
আবু সালেহ মাগুরায় পিটিআই একাডেমি ভবন কাম প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ করার জন্য গত ১৪ এপ্রিল মাগুরাতে আসেন।
নির্মাণ কাজের ফোরম্যান নাজমুল হাসান জানান, আবু সালেহ সকাল থেকে ওই ভবনের চারতলায় রড বাধার কাজ করছিলেন। চারতলা থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আহত হলে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবু সালেহের সঙ্গে কর্মরত অন্য শ্রমিকরা বলেন, সকালে ভাত না খেয়ে অল্প খাবার ও দুপুরে না খেয়ে রোদে চারতলা বিল্ডিংয়ের কাজ করায় অনেকটা ক্লান্ত ছিলেন তিনি। দুপুরে চারতলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি।
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুহাম্মদ এহসানুল হক মাসুম বলেন, হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি পরীক্ষা ছাড়া বলা সম্ভব হচ্ছে না।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাগুরা সদর থানার এস আই আজম বিশ্বাস জানান, এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমি/দীপ্ত