চায়না কমলা চাষে নজর কেড়েছেন মাগুরার এক কলেজ শিক্ষক। শুধু ফল নয়, বিক্রি করছেন চারাও। তার সফলতা দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন অন্যরাও।
ইউটিউবে ভিডিও দেখে চায়না কমলা চাষে আগ্রহী হন মাগুরার কলেজ শিক্ষক আশুতোষ বিশ্বাস। ২০২০ সালের শুরুর দিকে ৩৩ শতক জমিতে লাগান ৬৪টি চারা। এখন তার বাগানের প্রায় প্রতিটি গাছ ভরে উঠেছে হলুদ রঙয়ের কমলায়।
এরইমধ্যে স্থানীয় ও আশপাশের জেলায় কমলা বিক্রি শুরু করেছেন আশুতোষ। বাগান দেখতে প্রতিদিনই দুর-দুরান্ত থেকে যাচ্ছেন অনেকে। কেউ কেউ সংগ্রহ করছেন চারা। কমলা চাষে সব ধরণের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। মাগুরার কমলা চাষের উপযোগী, খরচ কম, লাভ বেশী তাই বাণিজ্যিকভাবে চায়না কমলা চাষে ঝুঁকছেন অনেকে।