১
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও মা খালেদা জিয়াকে দেখতে দ্বিতীয়বার রাজধানী এভারকেয়ার হাসপাতাল গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ছোট একটি নিরাপত্তা বহর নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতাল পৌঁছান।
বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এসএ