রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহত হওয়ার ১৩ দিন পর আবারও ক্লাসে ফিরেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৪ আগস্ট) থেকে নবম, দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস আংশিকভাবে শুরু হয়েছে।
সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে দিয়াবাড়ির ক্যাম্পাসে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী নবম ও দশম শ্রেণির ষান্মাসিক ও প্রি–টেস্ট পরীক্ষাও শুরু হয়েছে আজ থেকে।
দ্বাদশ শ্রেণির ক্লাসও সীমিত পরিসরে চালু হয়েছে। তবে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে আরও সময় প্রয়োজন।
প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনার দুঃসহ স্মৃতি এখনও অনেকে ভুলতে পারেননি। অনেকেই ক্যাম্পাসে এসে অস্বস্তি, উদ্বেগ ও আতঙ্কের কথা বলছেন। তবে শিক্ষার স্বাভাবিক পরিবেশে ফেরার জন্য ধাপে ধাপে ক্লাস শুরু করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।