রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতি যখন শোকাহত, তখন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করার অভিযোগে এক তরুণীকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নেয়া ওই তরুণী গণমাধ্যমের কাছে দাবি করেন, তার কাছে ১১৩ জন মৃত শিক্ষার্থীর তালিকা রয়েছে। তবে গণমাধ্যমকর্মীরা তালিকাটি দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হয়।
একইভাবে নিজেকে নবম শ্রেণির শিক্ষার্থী পরিচয় দেয়া ‘পাখি‘ নামের ওই তরুণী দাবি করে, তার ‘প্রিয় বান্ধবী রাইসা মণি’ এখনো নিখোঁজ। তার এ কথায়ও অসঙ্গতি ধরা পড়ে—তিনি যে ‘রাইসা মণি’র কথা বলছিলেন, সেই নামের এক শিক্ষার্থী মাইলস্টোন স্কুলে ৩য় শ্রেণিতে পড়ত এবং তার মৃত্যু নিশ্চিত হয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এতে সংশয় তৈরি হয়, কীভাবে একজন নবম শ্রেণির শিক্ষার্থী ৩য় শ্রেণির ছাত্রীকে ‘ঘনিষ্ঠ বান্ধবী’ বলে দাবি করতে পারেন! তাও ভিন্ন স্কুল, এমনকি ভিন্ন এলাকরার বাসিন্দা।
এমনকি নিজেকে যে স্কুলের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে, তার প্রমাণে কোনো পরিচয়পত্র বা বৈধ নথি দেখাতে পারেনি সে।
আল